বিনোদন

নিজেই টিকিট কাটলেন গুরুতর অসুস্থ আব্দুল কাদের, ফিরছেন আজ

ক্যান্সারে আক্রান্ত ‘বদি’খ্যাত অভিনেতা আব্দুল কাদের। সেটি এখন ফোর স্টেজে রয়েছে। ছড়িয়ে গেছে সারা শরীরে। অবস্থা সংকটাপন্ন। তাই চারদিকে উৎকণ্ঠা এই অভিনেতাকে নিয়ে। চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Advertisement

আজ ২০ ডিসেম্বর তাকে নিয়ে দেশে ফিরছেন তার পরিবারের সদস্যরা। সঙ্গে আছেন আব্দুল কাদেরের স্ত্রী খায়রুন্নেসা, পুত্র, পুত্রবধূ ও নাতনি। অভিনেতার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি জানিয়েছেন, আজ সন্ধ্যায় চেন্নাই থেকে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেবেন তারা।

এদিকে শ্বশুরের শারীরিক অবস্থার আপডেট জানিয়ে জেমি বলেন, ‘বাবা এখন কিছুটা ভালো। আসলে অবস্থাটা এমন যে হাসপাতালের কিছু করণীয় নেই তেমন। তাই আমরা চাচ্ছি উনাকে দেশে নিয়ে যেতে। সেখান থেকেই এখানকার চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

তিনি আপাতত মুখে কিছু খেতে পারছেন না। নল দিয়ে স্যালাইন দেওয়া হচ্ছে তাকে। তবে কথা বলছেন স্বাভাবিকভাবেই। নিজেই ফোনে বিজনেস ক্লাসের টিকিট অর্ডার করেছেন ভারতের ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে।’

Advertisement

জেমির পাঠানো একটি ভিডিওতে দেখা গেল সেই চিত্র। ইংরেজিতে পরিচয় দিয়ে স্ত্রী ও নিজের জন্য দুটি বিজনেস ক্লাসের টিকিট অর্ডার করলেন আব্দুল কাদের। পরিবারের অন্য সদস্যদের জন্য চাইলেন চারটি ইকোনমি ক্লাসের টিকিট।

আব্দুল কাদের জানেন না তার শারীরিক অবস্থা সংকটময়। তাকে স্বাভাবিক রাখার সব চেষ্টাই করে যাচ্ছে তার পরিবার। তার মনোবল চাঙ্গা রাখতে তাকে দিয়েই টিকিট অর্ডার করানো হয়েছে। সেই কাজটি বেশ আনন্দ নিয়েই করলেন এই অভিনেতা।

প্রসঙ্গত, আব্দুল কাদের হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। এছাড়া তিনি হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রেও দারুণ প্রশংসিত হন। বহু একক ও ধারাবাহিক নাটকের পাশাপাশি তাকে নিয়মিত দেখা গেছে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে।

‘রং নাম্বার’ সিনেমাতেও অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন আব্দুল কাদের।

Advertisement

এলএ/এমএস