জাগো জবস

উদ্যোক্তাদের নিয়ে গ্রাহক সন্তুষ্টিবিষয়ক কর্মশালা

নারী উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপ ‘উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) উদ্যোগে গ্রাহক সন্তুষ্টিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে ৬ষ্ঠ মাস্টারক্লাসের মাধ্যমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Advertisement

এবারের মূল বিষয় ছিলো- গ্রাহককে খুঁজে পাওয়া, ধরে রাখা এবং গ্রাহকের সাথে বড় হওয়া। বৈশ্বিক স্পিকার হিসেবে ভার্চুয়াল এ সেশনে যুক্ত হন এঞ্জেল ইনভেস্টরের উপদেষ্টা ও ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ডেবরা হল। বাংলায় সেশনটির মূল আলোচনা করেন থটসের চেয়ারম্যান মুহাম্মাদ মাহবুবুল আলম।

আরআর গ্রুপের সৌজন্যে এ মাস্টারক্লাসে প্রধান অতিথি ছিলেন আইসিটি ডিভিশনের এডিশনাল সেক্রেটারি রিনা পারভীন।

উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সিল্কক গ্লোবাল লিমিটেডের চেয়ারম্যান ও সিইও সৌম্য বসু, উইয়ের অ্যাডভাইজর জাহানুর কবির সাকিব, এলআইসিটি প্রজেক্টের সোশ্যাল মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং এক্সপার্ট হাসান বেনাউল ইসলাম।

Advertisement

প্রধান অতিথি বলেন, ‘উইয়ের আয়োজনটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আমি আনন্দিত এ প্লাটফর্ম নিয়ে। আপনাদের এগিয়ে যাওয়ার সঙ্গী হতে পেরে আমরা আনন্দিত।’

উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, ‘নিয়মিত এ আয়োজন আমাদের দেশে একদম নতুন। আমরা চাই, একটি পরিবেশ গড়ে উঠুক আমাদের চারপাশে। যার মাধ্যমে আমাদের নারী উদ্যোক্তারা শিক্ষিত উদ্যোক্তা হবে।’

ভার্চুয়াল আয়োজনটির পার্টনার ছিলো আইসিটি ডিভিশন ও এলআইসিটি।

এসইউ/এমএস

Advertisement