জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজে ডাবল লিড নিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫৮ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। ফলে চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা।বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশের যুবারা। উদ্বোধনী জুটিতে দলকে চমৎকার সূচনা এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও পিনাক ঘোষ। ৪০ ওভার ৫ বলে ১৮০ রানের জুটি গড়েন তারা।এর মধ্যে সাইফ ১০০ ও পিনাক ৬৫ রানে আউট হন। তাদের বিদায়ের পর আর কোনো ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেনি। ফলে ৮ উইকেটে ২৪১ রান সংগ্রহ পায় বাংলাদেশ। জিম্বাবুয়ের পক্ষে ৩ উইকেট নিয়েছেন আগের ম্যাচের সেরা খেলোয়াড় উইলিয়াম মাসিঙ্গি।জবাবে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮৩ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন তাওফেল জাহির।বাংলাদেশের সালেহ আহমেদ শাওন ৪টি উইকেট নিয়ে দলের জয়ে মুখ্য ভূমিকা রাখেন। ১০০ রানের নান্দনিক ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন সাইফ।একই ভেন্যুতে আগামী শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচ।বিএ
Advertisement