দেশজুড়ে

ফতুল্লায় এক হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটি এবং বক্তাবলী পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির যৌথ উদ্যোগে এক হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

Advertisement

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ফতুল্লার বক্তাবলীর ছমিরনগরে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তাবলী পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির সভাপতি মো. মোকছেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী।

তিনি বলেন, রোটারি ক্লাব এবং বক্তাবলী পল্লী উন্নয়ন ও সমবায় সমিতি এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে মহৎ কাজ করে যাচ্ছে। তাদের এই কাজকে সাধুবাদ জানাই। তারা মুখ দেখে নয় সঠিক লোক দেখে কম্বল বিতরণ করা হয়েছে। রোটারিয়ান ক্লাব বক্তাবলীতে হাসপাতাল করার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে স্বাগত জানাই। আমি যদি আবার চেয়ারম্যান হয়ে আসতে পারি তাহলে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের সাহায্য নিয়ে এই হাসপাতাল নির্মাণে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আর আজকের অনুষ্ঠানে করোনা বীর খোরশেদ সাহেবকে পাশে পেয়ে অনেক ভাল লেগেছে। খোরশেদ দলমতের উর্ধ্বে এসে তিনি মানুষের মনে জায়গা করে নিয়েছেন।

শওকত আলী আরও বলেন, এই এলাকায় যেখানে রাস্তার সমস্যা ছিল যেটা দেখলে আমি নিজেই লজ্জা পেতাম, সেই রাস্তাগুলোতে আমি নিজে গিয়ে পরিদর্শন করে কাজ করেছি। বিশেষ করে ছমির নগর আসলে আমার কাছে লজ্জা লাগতো। আমার নির্বাচনী এলাকার রাস্তার এই অবস্থা। এমপি শামীম ওসমানের সুনজর থাকায় ছমিরনগর এলাকার রাস্তা হয়েছে।

Advertisement

অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান জিকুর সার্বিক তত্ত্বাবধায়নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস আলী দেওয়ান, রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির প্রেসিডেন্ট কামরুল হাসান, সেক্রেটারি শফিকুল ইসলাম বাবু প্রমুখ।

মো. শাহাদাত হোসেন/এমএসএইচ