ঘরের মাঠে ১-১ ব্যবধানে তাজিকিস্তানের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ। বিশ্বকাপে খেলার স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল। বাকি ছিল এশিয়ান কাপ বাছাইয়ে সরাসরি গ্রুপ পর্বে খেলার। সে স্বপ্নও ভেঙে দিলো তাজিকিস্তান। স্বাগতিকদের মাঠে ফিরতি লেগের ম্যাচে ৫-০ গোলে উড়ে গেছে মামুনুলের দল।রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে ছয় ম্যাচে এটি বাংলাদেশের পঞ্চম হার। দায়িত্ব নেয়ার পর কোচ ফাবিও লোপেজ দুই ম্যাচেই হারলেন। আগের ম্যাচে কিরগিজস্তানের মাঠে ০-২ গোলে হারে বাংলাদেশ।বৃহস্পতিবার তাজিকিস্তানের জয়ের ম্যাচে একাই চার গোল করেন ফরোয়ার্ড জালিলভ; অপর গোলটি নাজারভের। স্বাগতিকরা এগিয়ে যায় খেলার ১৬তম মিনিটে। ডান দিক থেকে সতীর্থের ক্রস থেকে পাওয়া বলে প্লেসিং শটে বাংলাদেশ গোলরক্ষক শহিদুল আলম সোহেলকে পরাস্ত করেন জালিলভ।২৬ মিনিটে ব্যবধান বাড়ায় তাজিকিস্তান। সতীর্থের ডিফেন্সচেরা পাসে বল নিয়ে দ্রুত বাংলাদেশের বক্সে ঢুকে যায় জালিলভ। সোহেলকে আয়েশী শটে পরাস্ত করে স্কোরলাইন ২-০ করেন তাজিকিস্তানের এই ফরোয়ার্ড।বিরতির পর ষষ্ঠ মিনিটে স্কোরলাইন ৩-০ করে তাজিকিস্তান। বক্সের মধ্যে নাসিরুল ইসলাম জালিলভকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। বলের লাইনে ঝাঁপিয়ে পড়লেও নাজারভের জোরাল শট ফেরাতে পারেননি সোহেল।৫৯তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন জালিলভ। ফ্রি-কিক থেকে তাজিকিস্তানের এই ফরোয়ার্ডের নেয়া হেড প্রথমে পোস্টে লেগে প্রতিহত হয়; এরপর সোহেল তা গ্লাভসবন্দি করার আগে তড়িৎ ছুটে গিয়ে বল জালে পাঠিয়ে দেন তিনি।বাংলাদেশের একটি আক্রমণ প্রতিপক্ষের এক ডিফেন্ডার গোললাইন থেকে ফেরানোর পর ৭৩তম মিনিটে জালিলভ ব্যক্তিগত চতুর্থ গোলে তাজিকিস্তানের বড় জয় নিশ্চিত করেন।বাছাই পর্বের পরের ম্যাচে ১৭ নভেম্বর নিজেদের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।বিএ
Advertisement