সাতক্ষীরার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ট্যুরিজম ইয়ার ২০১৬ সংক্রান্ত জেলা কমিটি ও স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহবান জানান। পর্যটনমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রধান উৎস সুন্দরবন। আর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের পর্যটন শিল্পের যথেষ্ট কদর রয়েছে। আর এ পর্যটন শিল্প আপনাদেরই সম্পদ। পর্যটনমন্ত্রী আরো বলেন, খুব দ্রুত পর্যটকদের নিরাপত্তার জন্য খুলনা অঞ্চলে টুরিস্ট পুলিশ দেয়া হবে। এছাড়া সাতক্ষীরাসহ সারাদেশে পর্যটন বিকাশে ইকো ট্যুরিজম, কমিউনিটি বেজইড কালচারাল ট্যুরিজম, রিভার ও ওশান ট্যুরিজমের উপর গুরুত্বারোপ করা হয়েছে। প্রত্যেক জেলায় প্যাকেজ পর্যটন প্রোগ্রাম নেওয়া হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে সাতক্ষীরার মুন্সীগঞ্জে পর্যটন কটেজ স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি বাংলাদেশের পর্যটন বিকাশে মিডিয়ার ভূমিকার উপর গুরুত্বারোপ করে রাস্তাঘাট সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা সুন্দর করার আহ্বান জানান। সভায় জেলা প্রশাসক নাজমুল আহসানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার প্রমুখ।পরবর্তীতে বিকাল ৩টায় শহরের রাজ্জাক পার্কে অনুষ্ঠিত বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।এআরএ/পিআর
Advertisement