সিঙ্গাপুরে আজও ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত ৫৮ হাজার ৪০৩ জনের ভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের সবাই বিদেশফেরত। যারা সিঙ্গাপুরে ফেরার পর স্টেহোম নোটিশে ছিলেন। ১৯ ডিসেম্বর (দুপুর ১২টা পর্যন্ত) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য দেয়া হয়েছে। কমিউনিটি এবং ডরমেটরি থেকে কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়নি। গত কয়েকদিনে সিঙ্গাপুরে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা; ১ ডিসেম্বর ১০ জন, ২ ডিসেম্বর ২ জন, ৩ ডিসেম্বর ৯ জন, ৪ ডিসেম্বর ৩ জন,৫ ডিসেম্বর ১৩ জন, ৬ ডিসেম্বর ৫ জন, ৭ ডিসেম্বর ১৩ জন, ৮ ডিসেম্বর ১২ জন, ৯ ডিসেম্বর ৬ জন আক্রান্ত হয়। এছাড়া ১০ ডিসেম্বর ৬ জন, ১১ ডিসেম্বর ৮ জন, ১২ ডিসেম্বর ৮ জন, ১৩ ডিসেম্বর ৭ জন, ১৪ ডিসেম্বর ৫ জন, ১৫ ডিসেম্বর ১৬ জন, ১৬ ডিসেম্বর ১২ জন, ১৭ ডিসেম্বর ২৪ জন, ১৮ ডিসেম্বর ৯ জন আক্রান্ত হয়েছে।
Advertisement
ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১৮ ডিসেম্বর নতুন ১৩ জন ছাড়পত্র পেয়েছেন। সিঙ্গাপুরে এখন পর্যন্ত ৫৮২৬৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩৬ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে আইসিইউতে কেউ নেই। ৫৬ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের থেকে আলাদা রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এমআরএম/এমকেএইচ