ধর্ম

২ মাসে ওমরাহ পালন করলেন ১০ লাখ নারী!

ধীরে ধীরে বাড়ছে ওমরাহ পালনকারীর সংখ্যা। এ থেকে পিছিয়ে নেই নারীরাও। মহামারি করোনার কারণে প্রায় ৮ মাস বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর থেকে পুনরায় ওমরাহ শুরু হয়েছে। তারপর থেকে এখন পর্যন্ত গত ২ মাসে ১০ লাখেরও বেশি নারী ওমরাহ পালন সম্পন্ন করেছেন। খবর সৌদি গেজেট ও গালফ নিউজ।

Advertisement

পবিত্র নগরী মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের নারী উন্নয়ন বিভাগের সূত্রে জানাগেছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় ৮ মাস ওমরাহ বন্ধ থাকার পর ৪ অক্টোবর (২০২০) থেকে সীমিত পর্যায়ে চালু হয় পবিত্র ওমরাহ। এরপর থেকে গত দুই মাসে ১০ লাখেরও বেশি নারী পবিত্র ওমরা পালন করেছেন।

সৌদি আরবের নারীবিষয়ক প্রশাসনিক উপ-সহকারী প্রধান ড. কেমেলিয়া বিনতে মুহাম্মাদ আল দাদি জানান, ৪ অক্টোবর থেকে পর্যায়ক্রমে ওমরা চালুর প্রথম ধাপে ২৬ হাজার ২০৯ জন নারী ওমরা পালন করেন। দ্বিতীয় ধাপে (১৮-৩১ অক্টোবর) ওমরাহ পালন করেন ৩ লাখ ২৬ হাজার ৬০৩ জন নারী।

এখন ছলছে তৃতীয় ধাপের ওমরাহ পালন। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া তৃতীয় ধাপে পবিত্র নগরী মক্কা ও মদিনায় ওমরাহ পালন ও ইবাদতের জন্য আসেন ৬ লাখ ৬৯ হাজার ৮১৮ জন নারী।

Advertisement

নারী প্রশাসনিক কর্মকর্তা ড. আল দাদি আরও জানান যে, সহজে ভিড় নিয়ন্ত্রণ করে সুশৃঙ্খলভাবে ওমরাহ পালন সক্ষম হয়েছে হারামাইন প্রেসিডেন্সী কর্তৃপক্ষ। মহামারি করোনা নিয়ন্ত্রণ করতে যথাযথ স্বাস্থ্যবিধিও অক্ষুন্ন রাখতে সচেষ্ট ছিল তারা।

তিনি আরও বলেন, দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্ট শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইসির নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা ও নারী বিষয়ক উন্নয়ন উপ-প্রধান ড. আল-আনাউদ বিনতে খালিদ আল-আবোদ এর তত্ত্বাবধানের কারণেই তা সম্ভব হয়েছে। তারা মসজিদে হারাম ও মসজিদে নববিতে ওমরাহ ও ইবাদত করতে আসা ওমরাহ পালনকারীদের সর্বেোত্তম পরিষেবা ও সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে সফল হয়েছেন।

উল্লেখ্য, করোনা সংক্রমণের প্রাদুর্ভাব বেড়ে গেলে সৌদি সরকার গত মার্চের শুরুতে ওমরাহ পালন নিষিদ্ধ করে। প্রায় ৮ মাস পর স্বাস্থ্যবিধি মেনে কয়েক ধাপে ওমরাহ চালুন সিদ্ধান্ত নেয় দেশটি। প্রথম ও দ্বিতীয় ধাপ শেষে এখন চলছে তৃতীয় ধাপের ওমরাহ কার্যক্রম। এ তিন ধাপে প্রায় ১০ লাখেরও বেশি নারী ওমরাহ পালন করতে সক্ষম হয়েছেন।

এখন পর্যন্ত সৌদি আরবে ৩ লাখ ৬০ হাজার ৬৯০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মৃত্যুবরণ করেছে ৬ হাজার ১০১ জন। করোনা থেকে সুস্থ হয়েছে ৩ লাখ ৫১ হাজার ৫৭৩জন।

Advertisement

এমএমএস/এমকেএইচ