জাতীয়

রাজধানীতে বাসায় ঢুকে গৃহবধূকে কোপাল দুর্বৃত্তরা

রাজধানীতে বাসায় ঢুকে গৃহবধূকে কোপাল দুর্বৃত্তরা

রাজধানীর পশ্চিম মালিবাগ এলাকায় বাসায় ঢুকে মোসাম্মৎ রাবেয়া হোসেন (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্ত কারীরা ।

Advertisement

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়েছে।

আহতের ছেলে তানভীর বলেন, ‘সকাল ৭টার দিকে কয়েকজন দুর্বৃত্তের এলোপাথাড়ি ছুরিকাঘাতে আমার মা গুরুতর আহত হন। আমি পাশের রুমে ঘুমিয়ে ছিলাম। মায়ের চিৎকার শুনে পাশের রুম থেকে এসে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’

হামলার শিকার রাবেয়ার স্বামী শাহাদাত হোসেন কুয়েত প্রবাসী। ছেলেকে নিয়ে রাজধানীর ২২ নম্বর পশ্চিম মালিবাগ শাহনেওয়াজ হাসপাতালের পাশের নিজস্ব বাড়িতে থাকেন তিনি।

Advertisement

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান জানান, ‘ওই নারীর ছেলে তানভীরের কাছে আমরা ঘটনাটি শুনেছি। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। আহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। গুরুতর অবস্থায় সে চিকিৎসাধীন।’

এসএস/এমএস