খেলাধুলা

‘বিপিএলের চেয়েও আকর্ষণীয়, প্রতিবছরই হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি’

টুর্নামেন্টের মাঝামাঝি সময় থেকেই শোনা যাচ্ছিল এ কথা, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের চেয়ে বেশি উদ্দীপনামূলক ও জনপ্রিয় এবারের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এ কথাটি এতদিন ধরে আলোচিত ছিল দর্শক-সমর্থক ও বিশ্লেষক পর্যায় পর্যন্ত। তবে এবার এটিকে যেন একপ্রকার স্বীকৃতিই দিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

Advertisement

বিসিবির বিগ বস সাফ জানিয়েছেন, তার নিজের কাছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলের চেয়ে শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়ে করা এ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপটিই বেশি আকর্ষণীয় মনে হয়েছে। এর স্পষ্ট কারণও উল্লেখ করেছেন পাপন। আজ (শুক্রবার) এ টুর্নামেন্টের ফাইনালের দুই ইনিংসের ফাঁকে এ বিষয়ে কথা বলেছেন বিসিবি প্রেসিডেন্ট।

তিনি নিজ থেকেই বলেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমার ব্যক্তিগত একটা মূল্যায়ন হলো, বিপিএলের থেকেও এ টুর্নামেন্টটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। এটার সবচেয়ে বড় কারণ হলো, এতগুলো দেশি খেলোয়াড় সুযোগ পাওয়া এবং এতগুলো খেলোয়াড়কে দেখতে পারা- এটা কিন্তু আমাদের অন্য বছরগুলোতে সচরাচর হয় না। এ সুযোগটা আমরা এ বছর পেয়েছি।’

এ সময় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ও তার আগে বিসিবি প্রেসিডেন্টস কাপ আয়োজনের পরিকল্পনার ব্যাপারেও কথা বলেন পাপন। মূলতঃ তিন দল নিয়ে করা বিসিবি প্রেসিডেন্টস কাপ সফলভাবে আয়োজনের ফলেই এ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ করার কথা মাথায় এনেছেন তারা। তবে পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ সিরিজও ছিল তাদের মাথায়।

Advertisement

পাপনের ভাষ্য, ‘আসলে আমরা যদি প্রথম থেকে দেখি, আমরা যে এ টুর্নামেন্টটা করতে পারব, সে চিন্তাই আসলে মাথার মধ্যে ছিল না। সেদিক থেকে চিন্তা করলে, আমরা প্রথমে যে তিন দলের একটা টুর্নামেন্ট (বিসিবি প্রেসিডেন্টস কাপ) করি, সেটা ছিল একটা এক্সপেরিমেন্ট। সেটার পরই আমরা ঠিক করি যে, এ টুর্নামেন্টটা (বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ) করব। এটা করার সময় মাথায় ছিল ওয়েস্ট ইন্ডিজের সিরিজটা।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ প্রতিবছর করার ইচ্ছার কথা জানিয়ে পাপন বলেন, ‘আমরা বোর্ডে এ জিনিসটা নিয়ে আলাপ করেছি যে, প্রতি বছরই এ টুর্নামেন্টটা রাখতে চাই, প্রতিবছরই এটা করতে চাই। এখন নির্ভর করছে অনেক কিছুর ওপর। আমাদের যে এফটিপি, আইসিসি ইভেন্টস- সবকিছু মিলিয়ে সুযোগ যদি থাকে, তাহলে এটাকে আমরা অগ্রাধিকার প্রতিবছরই দিবো। আমাদের ইচ্ছা এটাই যে, এ টুর্নামেন্ট প্রতিবছরই চলবে।

এসএএস/আইএইচএস/জেআইএম

Advertisement