আইন-আদালত

মাদক কারবারির গুলিতে এএসআই আহত: রিমান্ডে তিনজন

রাজধানীর মোহাম্মদপুরে মাদক কারবারির গুলিতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. উজ্জ্বল আহত হওয়ার ঘটনায় করা মামলায় তিন আসামির একদিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মনিরুজ্জামান, আসাদুজ্জামান ও সাইদুল ইসলাম।

Advertisement

শুক্রবার (১৮ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মাসুদ-উর-রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, আসামিদেরকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম তাদের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের বৈশাখী রোড এলাকার একটি বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাসায় থাকা মাদক কারবারি ইব্রাহিমের নেতৃত্বে চার জন অবস্থান নেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়েন। এতে এএসআই উজ্জ্বল গুলিবিদ্ধ হন।

Advertisement

এরপর তাকে তাৎক্ষণিক রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এএসআই উজ্জ্বল রায়েরবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।

জেএ/এমআরআর/জেআইএম