দেশজুড়ে

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার ঘটনায় মামলা

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুর হোসেন মিঠু হত্যার ঘটনায় আটজনকে আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিহতের শ্বশুর নুরুল আমিন খোকন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় এ হত্যা মামলা দায়ের করেন। এদিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কবরস্থানে নিহতের মরদেহ দাফন করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, নুর হোসেন হত্যা মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।প্রসঙ্গত,বুধবার সকালে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের কাঠালী গ্রামে ডোবা থেকে মাছ ধরাকে কেন্দ্র করে নুর হোসেনের শ্যালক প্রবাসী মিজানুর রহমানের সঙ্গে স্থানীয় জিল্লুর রহমান জিল্লালের বাক-বিতণ্ডা হয়। এর জের ধরে জিল্লালের নেতৃত্বে কয়েকজন শ্বশুর বাড়িতে বেড়াতে আসা নুর হোসেনকে একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।নিহত নুর হোসেন সদর উপজেলার দিঘলী ইউনিয়নের রমাপুর গ্রামের আমিন উল্যার ছেলে।কাজল কায়েস/এসএস/পিআর

Advertisement