সবার জানা কোয়ালিফায়ার-১ এ সিনিয়র ও অভিজ্ঞ পারফরমাররাই পার্থক্য গড়ে দিয়েছেন। জহুরুল, ইমরুল, অধিনায়ক রিয়াদ, সাকিবের ব্যাটিংয়ের সাথে মাশরাফির ক্যারিয়ার সেরা বোলিং যোগ হয়ে আকাশে উড়তে থাকা গাজী গ্রুপ চট্টগ্রামকে মাটিতে নামিয়ে ফাইনালে পৌঁছে যায় জেমকন খুলনা।
Advertisement
ফাইনালে সাকিবের সার্ভিস না পেলেও জহুরুল, ইমরুল, অধিনায়ক নিজে আর মাশরাফি ঠিকই আছেন। খুলনার ক্যাপ্টেন রিয়াদের শক্তির জায়গাই সেটা। ফাইনালে সেই চট্টগ্রামের বিপক্ষে তাই দলের সিনিয়র ও অভিজ্ঞ পারফরমারদের দিকেই তাকিয়ে রিয়াদ।
তার অনুভব, দলে সিনিয়র ও পরিণত পারফরমার তুলনামুলক বেশি। তারা যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারে, তাহলে খুলনার চ্যাম্পিয়ন হবার সম্ভাবনাই বেশি।
ফাইনালে নিজ দলের সম্ভাবনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে রিয়াদ বলেন, ‘এটা সত্যি কিন্তু যে কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াটা অনেক আনন্দের। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, এটা একটা দলের জন্যও অনেক বড় একটা অর্জন। সেটা যেই ফরম্যাটেই হোক। যেহেতু আমাদের দলের অভিজ্ঞ খেলোয়াড় বেশি আছে, তো আমি আশা করি আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী খেলতে পারব। যদি আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি ইনশাআল্লাহ ফলাফল আমাদের দিকে থাকবে।’
Advertisement
কোয়ালিফায়ার-১ এ সহজ জয়ের কারণে অনেকেই ফাইনালে খুলনাকে ফেবারিট মানছেন। পুরো টুর্নামেন্টে যদিও চট্টগ্রাম দারুণ খেলেছে এবং তাদের লিটন-সৌম্যর ব্যাট ও মোস্তাফিজ-শরিফুলের বোলিং প্রতিপক্ষকে শাসন করেছে বেশি। তারপরও অভিজ্ঞ ও পরিণত এবং ম্যাচ জেতানো পারফরমার বেশি বলে অনেকেই খুলনাকে এগিয়ে রাখতে চাইছেন।
অধিনায়ক রিয়াদ অবশ্য ঠিক তা মনে করেন না। তার মত ফাইনালের সাথে অন্য সব ম্যাচের মেজাজ, ধরন, প্রকৃতির মিল নেই। তাই মুখে এমন ব্যাখ্যা, ‘ফাইনাল খেলায় আমার মনে হয় এগিয়ে রাখার বিষয়টা ও রকম ম্যাটার করে না। কারণ ফাইনালে অনেক প্রেসার সিচুয়েশন থাকে। অনেক ক্রাঞ্চ সিচুয়েশন থাকে। এই জিনিসগুলো যেই টিম ভালো হ্যান্ডেল করতে পারবে আমি মনে করি যে তারাই এডভান্টেজে থাকবে। আর চট্টগ্রামও ভাল দল। সালাউদ্দীন ভাইয়ের মত দক্ষ ও দুরদর্শি কোচ আছেন পিছনে। ফাইনালে ভাল করতে হলে আমাদের ভালো ক্রিকেটটাই খেলতে হবে।’
এআরবি/আইএইচএস/এমএস
Advertisement