দেশজুড়ে

জমি থেকে মাটি কাটায় ভাইয়ের হাতে ভাই খুন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে খুনের অভিযোগে বড় ভাই আজহারুল ইসলামকে (৩৮) কারাগারে পাঠিয়েছে আদালত।

Advertisement

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে আদালতের নির্দেশে আজহারুল ইসলামকে কারাগারে পাঠায় পুলিশ।

নিহত খলিলুর রহমান উপজেলার রাধাকানাই ইউনিয়নের টুক্কির পাড় গ্রামের আব্দুল আজিজের ছেলে।

এর আগে বুধবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার রাধাকানাই ইউনিয়নে টুক্কির পাড় গ্রামে বড় ভাইয়ের লাঠির আঘাতে গুরুতর আহত হয় ছোট ভাই খলিলুর রহমান (৩৪)। পরে স্থানীয়রা দুপুরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

এ ঘটনায় ওই দিন রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ রাতেই বড় ভাই আজহারুল ইসলামকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই আজহারুল ইসলাম ও নিহত খলিলুর রহমানের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর মধ্যে বুধবার ছোট ভাইয়ের গোয়াল ঘরের মাটি কেটে নেন বড় ভাই আজহারুল ইসলাম। বিষয়টি নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই বাড়ির উঠানে থাকা পেয়ারা গাছের কাটা ডাল দিয়ে ছোট ভাই খলিলের মাথায় আঘাত করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে বড় ভাই আজহারুল ইসলামকে গ্রেফতার করে পরদিন আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।

মঞ্জুরুল ইসলাম/এসএমএম/জেআইএম

Advertisement