জাতীয়

দুই প্রতিষ্ঠানকে বিটিআরসির আলটিমেটাম

ভেহিকল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) বকেয়া লাইসেন্স ফি জমা না দেয়া দুই প্রতিষ্ঠানকে আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক এম এ তালেব হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জি-ফাইভ টেকনোলজি লিমিটেড ও টু-এম কর্পোরেশন লিমিটেড নামের প্রতিষ্ঠান দুইটি  গত পাঁচ বছর ধরে লাইসেন্স নবায়ন ফি জমা দিচ্ছে না। বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে বকেয়া লাইসেন্স ফি পরিশোধ না করা হলে প্রতিষ্ঠান দুটির লাইসেন্স বাতিল করা হবে।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, উল্লেখিত প্রতিষ্ঠান দুটির বর্তমানে কোন বৈধতা নেই। ৩০ দিনের মধ্যে বকেয়া টাকা পরিশোধ না করলে পরে তাদের আর কোন আবেদন গ্রহন করা হবে না।উল্লেখ্য, ভিটিএস একটি ছোট্ট যন্ত্র। যানবাহনে লুকানো স্থানে ভিটিএস সংযোজন করা হয়। এর ফলে চালক নিজেও তা জানতে পারবেন না সেটি কোথায় সেট করা আছে। এ সিস্টেমের আওতায় টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি গাড়ি কখন কোথায় আছে, সারা দিনে কোথায় কোথায় চলাচল করেছে, কত কিলোমিটার পথ চলেছে, কী পরিমাণ জ্বালানি পুড়েছে তার সবকিছু সর্বক্ষণ মনিটর করা যায়। একটি সফটওয়্যারের মাধ্যমে গাড়িগুলোর প্রতি মাসের চলাচল-সংক্রান্ত যাবতীয় তথ্য প্রিন্টের মাধ্যমে দেখা যায়। আরএম/এএইচ/পিআর

Advertisement