‘সিলেট নগরে দুই টাকায় ইফতার’ নামক ইভেন্টের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া চ্যারিটি অর্গানাইজেশন ‘দ্যা হেল্পিং উইং’ এবার ব্যতিক্রমি আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করেছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তারা আয়োজন করেছিল ‘সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিজয় উল্লাস’ নামক একটি অনুষ্ঠানের।
Advertisement
বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির উদ্যোগে সিলেট নগরের চৌহাট্টা পয়েন্টে প্রায় দুই শতাধিক অসহায় পথশিশুদের হাতে রান্না করা খাবার তুলে দেয়া হয়। তাদের জন্য রান্নার সব উপকরণ বিনামূল্যে সরবরাহ করে ‘এলিট ফুডমার্ট সিলেট' নামক অনলাইন শপ।
দ্যা হেল্পিং উইংয়ের সিলেট কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা নাফিশ শামস তিয়াসের সঞ্চালনায় আয়োজিত এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, দ্যা হেল্পিং উইংয়ের চেয়ারম্যান রবিউল হাসান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক নাদের আহমেদ চৌধুরী, এলিট ফুডমার্ট সিলেটের সত্ত্বাধিকারী তাসফিয়া হক, রশীদ শাহরিয়ার সামিনসহ দ্যা হেল্পিং উইংয়ের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
Advertisement
এমন উদ্যোগের বিষয়ে জানতে চাইলে সংগঠনটির সিলেট কার্যনির্বাহী কমিটির সহ-সাধারণ তারেকুল ইসলাম বলেন, বিজয় দিবস নিঃসন্দেহে আমাদের জন্য একটা উৎসবের দিন। অথচ বিভিন্ন জাতীয় দিবসে আপনি শহীদ মিনারের আশপাশে অসংখ্য ছেলে-মেয়েকে অসহায়ের মতো ঘুরতে দেখবেন। তাদের কাছে এই দিনের আলাদা কোনো আবেদন নেই। সেই শিশুদেরকে বিশেষ দিনের একটু স্বাদ দিতেই আমাদের এই আয়োজন।
ছামির মাহমুদ/এসজে/জেআইএম