দেশজুড়ে

বিজয়ের আনন্দে মুখরিত চট্টগ্রাম

শ্রদ্ধা-ভালোবাসা ও উৎসাহ-উদ্দীপনায় বিজয় দিবস উদযাপন করছেন চট্টগ্রামবাসী। বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা হয়।

Advertisement

সকাল ৮ টায় শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ও সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বিজয় দিবস উপলক্ষে সকল সরকারি, বেসরকারি ও আধাসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আলোকসজ্জা করা হয়েছে নগরীর গুরুত্বপূর্ণ ভবনগুলোতে।

বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। এ ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

Advertisement

সকাল থেকেই শিশু-কিশোর থেকে বৃদ্ধ সকল বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে শহীদ মিনার ও এর আশপাশের এলাকা। শহীদ মিনারের বেদি ভরে গেছে শ্রদ্ধার ফুলে ফুলে।

বিজয় দিবসে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোষণমুক্ত দেশ গড়ার পাশাপাশি ঘাপটি মেরে থাকা একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগর বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদল, যুবলীগ, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি, জাসদ, ন্যাপ, বাসদ, বাসদ (মার্কসবাদী), ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ছাত্র মৈত্রী, যুব ইউনিয়ন, জেলা আইনজীবী সমিতি, বোধন আবৃত্তি পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, প্রমা আবৃত্তি সংগঠন, তারুণ্যের উচ্ছ্বাসসহ বিভিন্ন সংগঠন।

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া-মোনাজাত ও প্রার্থনা করা হবে আজ। দুপুরে নগরের হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, ভবঘুরে কেন্দ্র ও বৃদ্ধাশ্রমে পরিবেশন করা হবে উন্নতমানের খাবার।

Advertisement

বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিভাগীয় ও জেলা প্রশাসন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে।

বিজয় দিবসের অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে পুরো এলাকায় পুলিশ, র্যাবসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যাক সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের বঙ্গবন্ধু হলে মেম্বারস নাইট অনুষ্ঠিত হবে।

আবু আজাদ/ইএ/এমকেএইচ