সাহিত্য

বিজয়ের মানে

নাজমুল হুদা    

Advertisement

অপরাজেয় বাংলাদেশের পাদদেশে বসে, যে তরুণ-তরুণী হাতে হাত রেখে, স্বপ্ন দেখে সোনালি সংসারের।তারা কি জানে এই ভাস্কর্যের মানে?এভাবেই একদিন মেহেদী রাঙা হাতে অস্ত্র তুলে ঘর ছেড়েছিল দেশের টানে, তারা কি জানে?

এই শাপলা চত্ত্বরের সামনে দাঁড়িয়েযে কিশোর হাত নাড়িয়ে পতাকা দেখায়, সে কি জানে লাল-সবুজের মানে?কত শ্রমে-ঘামে রক্তের দামে আজ মুক্ত পতাকা ওড়ে আকাশপানেসে কি জানে?

সোহওয়ার্দী উদ্যানে আনমনে বাবার হাত ধরে যেসব শিশু হাঁটে মুক্ত ঘাসেতারা কি জানে? একদিন এইখানে লাখো জনতা দুর্বার হয়েছিল বজ্র আহ্বানে, বিজয়ের টানেতারা কি জানে? এই বিজয়ের মানে।

Advertisement

কবি: উপ-পরিচালক, বাংলাদেশ ব্যাংক।

এসইউ/এমকেএইচ