ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিখোঁজের ৮ দিন পর ডোবায় মাটিচাপা দেয়া অবস্থায় রিপন বিশ্বাস (৩০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার চর-রুপদাহ গ্রামে বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রিপন একই গ্রামের আব্দুল বারিক বিশ্বাসের ছেলে।
গ্রামবাসী জানায়, গত বুধবার রাত ৯টার দিকে বাড়ির পাশে ক্ষেত দেখতে গিয়ে নিখোঁজ হন রিপন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সকালে রিপনের বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবায় মাটি সরিয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। এরপর সেখানে পাওয়া যায় তার মরদেহ পাওয়া যায়।
জানা গেছে, প্রায় দুই বছর আগে মালয়েশিয়া থেকে দেশে এসে কৃষি কাজ শুরু করেন রিপন। এর পরপরই পরিবারের সাথে তার জমিজমাসহ নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। পরে রিপন নিখোঁজ হওয়ার দুই দিন পর থেকে তার মেজো ভাই রান্নু বিশ্বাস নিখোঁজ রয়েছেন।
Advertisement
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। মরদেহে তেমন কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর তাকে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল।
আব্দুল্লাহ আল মাসুদ/এমএসএইচ/এমকেএইচ