দেশজুড়ে

বিজয় দিবসে মেহেরপুরে নানা আয়োজন

নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। যদিও করোনাভাইরাসের কারণে এবার কর্মসূচিতে এসছে কিছুটা শিথিলতা। বন্ধ করা হয়েছে কুচকাওয়াজসহ নানা অনুষ্ঠান। বিজয়ের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়।

Advertisement

সকাল সাড়ে ৬টার সময় শহরের কলেজমোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রদি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. মনছুর আলম ও পুলিশ সুপার এস এম মুরাদ আলী। এরপর বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত শেষে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

আসিফ ইকবাল/ইএ/এমকেএইচ

Advertisement