মুন্সিগঞ্জে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি থেকে দুই লাখ ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মুক্তারপুর নৌ পুলিশের একটি দল। এসব জালের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
Advertisement
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের মুন টাওয়ারের নিচে সুন্দরবনের একটি কাভার্ডভ্যান থেকে চার বস্তা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। সেই সঙ্গে কুরিয়ার সার্ভিসের গাড়িটি জব্দ করা হয়।
মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবীর হোসেন খাঁন জানান, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মুন্সিগঞ্জ থেকে ভোলার উদ্দেশে কিছু অবৈধ কারেন্ট জাল পাচার হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে আমরা শহরে অভিযান চালাই। অভিযানের একপর্যায়ে মুন টাওয়ারের নিচে থাকা কাভার্টভ্যানে তল্লাশি চালানো হয় (ঢাকা মেট্রো-ট ১১-৪৫০৬)। এ সময় অভিনব পদ্ধতিতে চারটি বস্তার ভেতর নীল রঙয়ের জালে মোড়ানো দুই লাখ ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
চালানটি বুকিং দিয়েছিলেন মো. শাওন মোল্লা (হৃদয়) নামের একজন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন জানান এই কর্মকর্তা।
Advertisement
ভবতোষ চৌধুরী নুপুর/এসআর/এমকেএইচ