একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্যাতিত সিলেট বিভাগের ১৪ জন নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। এর মধ্যে ১৩ বীরাঙ্গনাই সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার। বাকি একজনের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।
Advertisement
এ ছাড়া দেশের আরও ৪৭ জন বিরাঙ্গনা নারীকে এই সম্মানজনক মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ বীরাঙ্গনা হলেন- বুধিগাঁও গ্রামের কছর আলীর মেয়ে জামিরুন নেছা, ব্রাহ্মণগ্রাম গ্রামের আব্দুল কাদিরের মেয়ে জয়নব বিবি, লেঙ্গুড়া গ্রামের ফুরকান আলীর মেয়ে জয়তুন বেগম, বাউরভাগ গ্রামের মৃত মন্তাজ আলীর মেয়ে হাজেরা বেগম, তিতিকুল্লি গ্রামের আব্দুস সোবাহানের মেয়ে খুদেজা, তিতিকুল্লি গ্রামের রবি খার মেয়ে রুকেয়া, আলমনগর (মুড়াবস্তি) গ্রামের আক্রম আলীর মেয়ে মমতা, গুরুকচি গ্রামের আব্বাছ আলীর মেয়ে আলিপজান, বুধিগাঁও গ্রামের রবি খানের মেয়ে রহিমা বেগম, বুধিগাঁও গ্রামের নেওয়াজ আলীর মেয়ে নবিরুন বেগম, পুকাশ গ্রামের বসন্ত চন্দর মেয়ে সিমন্তী রানী চন্দ, আলমনগর (মুড়াবস্তি) গ্রামের হযরত আলীর মেয়ে জোৎস্না বেগম, বুধিগাঁও হাওর গ্রামের রবি খানের মেয়ে আসমা বেগম।
Advertisement
এছাড়া বাকি একজন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মানগাঁও গ্রামের আব্দুল মনাফের স্ত্রী বেগম আছকিরুন নেছা। স্বাধীনতার ৪৯ বছরে এসে এমন স্বীকৃতি পেয়ে খুশি একাত্তরের বিরাঙ্গনারা। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
এসজে/এমএস