জাতীয়

করোনাকালে শিশুদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থার আহ্বান

করোনাকালে শিশুদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে গুড নেইবারস বাংলাদেশ ও স্ট্রিট চিলড্রেন নেটওয়ার্ক (স্ক্যান) বাংলাদেশ।

Advertisement

রাজধানীর শাহজাদপুর এলাকায় করোনাভাইরাস মোকাবিলায় সচেতনতামূলক স্টিকার ও মাস্ক বিতরণকালে এই আহ্বান জানানো হয়।

এ সময় অংশ নেন গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দীন মইনুল, ডিরেক্টর আনন্দ কুমার দাস, এডুকেশন অ্যান্ড হেলথ ম্যানেজার রাজিয়া সুলতানা, স্ক্যান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল, আপন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম. আফতাবুজ্জামান।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ঢাকা শহরের পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মাস্ক ও স্টিকার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। করোনা সংক্রমণের শুরু থেকে শিশুদের সুরক্ষায় বিশেষ পদক্ষেপ নেয়া হয়। এছাড়া দীর্ঘদিন যাবত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে গুড নেইবারস। এইচএস/এসজে/এমকেএইচ