আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার আকাশে সুনামি মেঘের রহস্য (দেখুন ছবিতে)

সকাল থেকেই আকাশ পরিস্কার ছিল। কিন্তু হঠাৎ আকাশে ভেসে আসল এমন এক ধরনের মেঘ যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়লো স্থানীয় লোকজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের আকাশে। আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা বলছেন, সেদিন সাউথ ওয়েলসের আকাশে আছড়ে পড়েছিল সুনামি মেঘ।সেদিনের বেশ কিছু অবিশ্বাস্য ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেদিনের আকাশ হঠাৎ এমন রূপ পরিবর্তন করল কেন? এর উত্তরে অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানায়, এর আগেই ভারি বৃষ্টি ও ঝড়ের ইঙ্গিত দেয়া হয়েছিল। তবে আকাশের এ রকম ভয়ঙ্কর রূপ আশা করেননি তারা। এই মেঘপুঞ্জকে `দ্য সেল্ফ ক্লাউড` অ্যাখ্যা দিয়েছে অস্ট্রেলিয়ার ব্যুরো অফ মেটিওরোলজি। এটি একটি ঠান্ডা মেঘের ঢেউ। এ রকম দৃশ্য বিরল হলেও আবহাওয়াবিদ ক্রিস্টোফার ওয়েব জানান, যখন উল্লম্বভাবে ঝড় এগিয়ে আসে সেখান থেকে বৃষ্টিও নেমে আসে। কিন্তু দিগন্ত বরাবর ঝোড়ো বাতাসে বৃষ্টির দিক পরিবর্তন হয়ে যায়। আর তখন বৃষ্টির ঝাপটা ঢেউয়ে পরিণত হয়। এ সময় আকাশের রূপ `সুনামি মেঘের` মতো ধারণ করে।এসআইএস/পিআর

Advertisement