বিনোদন

নেত্রকোনায় হুমায়ূন আহমেদের বর্ণাঢ্য জন্মদিন

নেত্রকোনার কৃতি সন্তান প্রখ্যাত কথা সাহিত্যিক নাট্যকার, চলচ্চিত্র পরিচালক ড. হুমায়ূন আহমেদের ৬৭তম জন্মদিন ১৩ নভেম্বর। এ উপলক্ষ্যে তার নিজ গ্রাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কতুবপুরসহ নেত্রকোনায় ভক্তদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। পাশাপাশি মৃত্যুর পর থেকে হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষ্যে সারা দেশ থেকে আসা হুমায়ূন ভক্তদের ভিড় জমে তার গ্রামের বাড়ি, নানা বাড়ি ও নিজের প্রতিষ্ঠা করা বিদ্যাপিঠে। সবাইকে স্বাগত জানাতে এবং দিনটিকে মর্যাদা দিতে নেত্রকোনা ও কেন্দুয়া হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচিও হাতে নিয়েছে।কর্মসূচির মধ্যে রয়েছে নিজ গ্রাম কেন্দুয়ার কুতুবপুরে তার প্রতিষ্ঠিত স্বপ্নের স্কুল ‘শহীদ স্মৃতি বিদ্যাপিঠ’র চত্বরে দিবসটির শুরুতে মোমবাতি প্রজ্বলন, কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল, প্রিয়জনের প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ, বর্ণাঢ্য আনন্দ র্যালি, হুমায়ূন বইমেলা, চিত্রাংকন প্রতিযোগীতা-পুরুস্কার বিতরণ, কেক কাটা, শহীদ স্মৃতি বিদ্যাপিঠের শিক্ষার্থিদের পরিবেশনায় মঞ্চস্থ হবে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হুমায়ূন আহমেদ রচিত ‘অদেখা ভুবন’র চলচ্চিত্র প্রর্দশন। শহীদ স্মৃতি বিদ্যাপিঠের প্রধান শিক্ষক আসাদুজ্জমান জাগো নিউজকে এ কর্মসূচির কথা জানিয়েছেন। তিনি আরো জানান, অনুষ্ঠানের উদ্ভোধন করবেন হুমায়ূন আহমেদের ছোট চাচা আলতাফুর রহমান আহমেদ। এদিকে হুমায়ূন আহমেদের জন্মস্থান তার মাতুলালয় নেত্রকোনার মোহনগঞ্জে দিনটি উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। হুমায়ূন আহমেদের মামা ও মোহনগঞ্জ পৌর সভার মেয়র মাহবুবুন্ন নবী শেখ জাগো নিউজকে জানান, এই দিনটিতেই আমার সবচেয়ে আদরের ভাগ্নে জন্ম নিয়েছিল। এ উপলক্ষ্যে আমাদের বাড়িতে কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও হুমায়ূন আহম্মদ স্মৃতি সংসদের নেত্রকোণা জেলা কমিটির সভাপতি তানভীর জাহান চৌধুরী জাগো নিউজকে জানান, প্রখ্যাত লেখখ হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে নানান কর্মসূচি নেওয়া হয়েছে ।প্রসঙ্গত, ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর জেলার মোহনগঞ্জের মামার বাড়িতে জন্মগ্রহণ করেন প্রখ্যাত এই লেখক। তার বাবা’র নাম ফয়জুর রহমান ও মাতা আয়শা খানম। পিতা ফয়জুর রহমান ছিলেন একজন পুলিশ অফিসার। ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহীনির হাতে নিহত হন সাহসী এই পুলিশ কর্মকর্তা। হুমায়ূন আহমেদের ৩ ভাই’র মধ্যে ২য় ভাই বিশিষ্ট কলামিস্ট ও শিক্ষক ড. জাফর ইকবাল এবং সর্বকনিষ্ট ভাই বিশিষ্ট কার্টুনিস্ট আহসান হাবিব। কামাল হোসাইন/এমজেড/এলএ/আরআইপি

Advertisement