করোনায় আক্রান্ত হলেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে মাইজদীতে তার সরকারি বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন।
Advertisement
আক্রান্ত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন এবং রাতেই আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ল্যাবে তার নমুনা করোনা পজিটিভ শনাক্ত হয়।
তিনি আরও জানান, তার শরীর ভালো আছে। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে অনলাইনে অফিসের সকল কাজকর্ম চালিয়ে যাবেন।
৭ জুলাই তিনি নোয়াখালীর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
Advertisement
মিজানুর রহমান/এসএমএম/এমকেএইচ