ভ্রমণ

সৌন্দর্যের লীলাভূমি ‘অঙ্গনা’

কর্মব্যস্ত মানুষ নাগরিক জীবনে হাপিয়ে উঠে খোঁজেন প্রশান্তির ছোঁয়া। তাই একটু অবসরে দ্রুত প্রকৃতির সান্নিধ্য পেলে মন্দ হয় না। তাদের জন্য ঢাকার অদূরে গাজীপুরের প্রত্যন্ত এলাকায় মনোরম দৃশ্যমাখা গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা রিসোর্ট ‘অঙ্গনা’। সুযোগ পেলে ঘুরে আসতে পারেন আজই।নির্মাণঅপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হওয়ায় এই রিসোর্টের নামকরণ করা হয়েছে ‘অঙ্গনা’। গ্রামীণ সৌন্দর্যের বেসরকারি রিসোর্ট অঙ্গনার মালিক উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লার ভাই সৈয়দ আলী মুরাদ। তিনি ২০০৪ সালে ১৮ বিঘা জমির ওপর এটি নির্মাণ করেন। অবস্থানরাজধানীর অদূরে গাজীপুরের কাপাসিয়ার সূর্যনারায়ণপুর গ্রামে গড়ে তোলা হয়েছে ‘অঙ্গনা’। ভাওয়াল পরগনার লালমাটির পাহাড়বেষ্টিত রিসোর্ট এটি। নিরাপত্তাপুরো রিসোর্ট এলাকা একটি শক্তিশালী নিরাপত্তা বেষ্টনী দ্বারা ঘেরা। নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা রয়েছে পুরো রিসোর্ট এলাকায়।বৈশিষ্ট্যএখানে রয়েছে দুটি খেলার মাঠ, রয়েছে দুটি বিশালাকার পুকুর। মিটিং, প্রশিক্ষণ, কর্মশালা এবং ব্রেইন স্ট্রমিং বৈঠকের ব্যবস্থা। রয়েছে শিশুদের জন্য পুরো ক্যাটারিংয়ের। একটি সুইমিং পুল, একটি ব্যাডমিন্টন কোট ও একটি ডির পার্কও রয়েছে এখানে। অঙ্গনার সবচেয়ে আকর্ষণ বিশালাকৃতির দুটি খাঁচায় সুন্দরবনের ১৬টি হরিণ। সঙ্গে হরিণের বাচ্চাও। রয়েছে মাটির ঘর ও আকর্ষণীয় ফোয়ারা। দীনা লায়লা এবং এমদাদ সরণি নামে সড়কের নামফলক রয়েছে। সেবাঅঙ্গনার একটি বাংলোয় ১৪টি কক্ষ রয়েছে। দর্শনার্থীদের সার্বক্ষণিক সেবা দিতে ১৮ জন কর্মচারী রয়েছেন।ভাড়াকটেজগুলোর প্রতি কক্ষ ২৪ ঘণ্টার ভাড়া ৫ হাজার টাকা। পিকনিক বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য পুরো অঙ্গনার ভাড়া ৭০-৮৫ হাজার টাকা।যেভাবে যাবেননিজস্ব পরিবহন বা যাত্রীবাহী বাসযোগে গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা-কাপাসিয়া মহাসড়কের পাবুররাস্তা নামক স্থানে নামতে হবে। পরে পাবুররাস্তার মোড় থেকে এক কিলোমিটার দক্ষিণে সূর্যনারায়ণপুর গ্রামে অঙ্গনার অবস্থান।এসইউ/পিআর

Advertisement