করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রাশেদ সারওয়ার আলম রনির মৃত্যু হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন তিনি মারা যান।
Advertisement
ডা. রাশেদ সারওয়ার আলম রনি ঢাকা মেডিকেল কলেজের (ব্যাচ কে-৪৯) প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি সন্তান সন্ততি, পরিবার-পরিজন, বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডা. রাশেদ সারওয়ার আলম রনির মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
বিএমএ মরহুম ডা. রাশেদ সারওয়ার আলম রনির বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
Advertisement
এমআরআর/এমকেএইচ