সরকারের দমন নিপীড়নের সুযোগ নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী গণগ্রেফতারের নামে বাণিজ্যে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।বৃহস্পতিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।রিপন বলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য সর্বশক্তি প্রয়োগ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার পায়তারা করেছে।স্থানীয় নির্বাচন বিলটি সংসদে উত্থাপিত হওয়ায় এর প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এই সরকারের আমলে কোন নির্বাচন সুষ্ঠু হয়নি। তার প্রমাণ ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন।পৌরসভা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কি না এমন প্রশ্নের জবাবে বিএনপির মুখপাত্র বলেন, সরকার যদি অবাধ ও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারে তাহলে বিএনপি বিবেচনা করে দেখতে পারে।মিয়ানমারের নির্বাচন প্রসঙ্গে টেনে আসাদুজ্জামান মিয়া বলেন, মিয়ানমারে গণতন্ত্রের বিজয় হয়েছে। সামরিক জান্তা প্রত্যাখ্যান করেছে সে দেশের জনগণ। বাংলাদেশে বর্তমানে সামরিক শাসনের চেয়ে ভয়ানক শাসন ব্যবস্থা চলছে। মানুষ এই সরকারের হাত থেকে মুক্তি চাই বলে জানান তিনি।সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এএসএস/জেডএইচ/আরআইপি
Advertisement