অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণে একমত হয়েছে নিউজিল্যান্ড। এই চুক্তির আওতায় আগামী বছরের শুরু দিকে দুই দেশের মধ্যে চলাচল শুরু হবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তবে বহু আকাঙ্ক্ষিত এই চালাচল নির্ভর করবে দুই দেশের করোনা পরিসিস্থিতির ওপর।
Advertisement
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত অক্টোবর থেকে নিউজিল্যান্ডবাসী কোয়ারেন্টাইনের শর্ত ছাড়াই অস্ট্রেলিয়ার যেকোনো রাজ্যে প্রবেশ করতে পারেন। এ পর্যন্ত এই শর্ত ছিল একমুখী। অর্থাৎ অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড ফিরে তাদের ১৪ দিরে কোয়ারেন্টাইনে থাকতে হতো।
কিন্তু অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডে ঢুকতে পারতেন না কেউ, শুধুমাত্র ব্যতিক্রম ছাড়া। তবে আশার কথা হলো, নতুন চুক্তিতে সেই নিষেধাজ্ঞা আর থাকছে না।
প্রধানমন্ত্রী জাসিন্ডা এই দুই দেশের মধ্যকার এই চলাচলের কথা জানালেও নির্দিষ্ট করে দিনক্ষণ বলেননি। এছাড়া চুক্তিতে অস্ট্রেলিয়ার সরকারের সই করার প্রয়োজন রয়েছে কিনা তা নিশ্চিত করে বলেননি।
Advertisement
সারাবিশ্বে তাণ্ডব চালালেও নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যদিও অস্ট্রেলিয়ার কিছু কিছু রাজ্যে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
কঠোর লকডাউন জারি এবং সীমান্ত বন্ধ করে নিউজিল্যান্ড গত জুনে প্রথম দেশ হিসেবে নিজেদের করোনামুক্ত ঘোষণা করে। এ পর্যন্ত দেশটিতে কিছু সংক্রণের ঘটনা ঘটেছে।
করোনার কারণে পুরো বিশ্বে মানুষের চলাচল নিয়ন্ত্র করা হয়েছে। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত মাসে হংকং ও সিঙ্গাপুরের মধ্যে চলাচল নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা থাকলেও করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখীর কারণে তা বাতিল করা হয়েছে।
ইএ/জেআইএম
Advertisement