দেশজুড়ে

পটুয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় নিকুঞ্জ কর্মকার (৮০) নামের এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় গলাচিপার নিকুঞ্জ কর্মকারের মৃত্যু হয়। গত বৃহস্পতিবার শেবাচিমে ভর্তি হলে তার নমুনা সংগ্রহ করা হয়। আইইডিসিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী নিকুঞ্জ করোনায় আক্রান্ত ছিলেন। এ নিয়ে জেলায় আক্রান্ত হয়ে মৃৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।

জাহাঙ্গীর আলম বলেন, জেলায় নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৫১ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন মোট ১৫৫৩ জন।

নিকুঞ্জ কর্মকারের বড় ছেলে নিতাই বলেন, আমরা সারাজীবন মানুষের সেবা দিই। আজ আমার বাবা মারা গেছে। আমার বাবা ব্রেন স্ট্রোক করছিলেন, কিন্তু সবাই বলে করোনা। সৃষ্টিকর্তা এই ধরনের মৃত্যু যেন কাউকে না দেয়।

Advertisement

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএসএইচ