প্রবাস

মালয়েশিয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মালয়েশিয়ায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে কুয়ালালামপুর মুতিয়ারা বলরুমে মালয়েশিয়া যুবলীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মালয়েশিয়া যুবলীগের আহবায়ক তাজকির আহমেদের সভাপতিত্বে ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক মানসুর আল বাশার সোহেল ও জহিরুল ইসলাম জহিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। ওমর ফারুক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি। বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। তিনি বলেন, আমরা একটি পরিবার । এই পরিবারের সকল সদস্য একে অন্যকে সম্মান করতে হবে। পরিবারের ভিন্নতাগুলো যে সমন্বয় করতে পারে  সেই প্রকৃত নেতা।অনুষ্ঠানে  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন মুকুল, কামরুজ্জামান কামাল, জসিম উদ্দিন চৌধুরী, আব্দুল করিম, হাজী জাকারিয়া, মনিরুজ্জামান মনির,  মালয়েশিয়া যুবলীগের সাবেক আহ্বায়ক এ কামাল চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আলম শাহীন, ঢাকা উওর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন সরকার, শাখাওয়াত হক জোসেফ, মখলিছুর রহমান, সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিএম বাবুল হাসান, শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক শাহ আলম হাওলাদার, যুবলীগের রেজাউল হক লায়ন প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন মালয়েশিয়া যুবলীগের নেতা কর্মীরা।জেডএইচ/আরআইপি

Advertisement