রাজনীতি

নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে পরবর্তী কর্মসূচি ও করণীয় নিয়ে শনিবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন করবে বিএনপি।সমাবেশের অনুমতি না পেয়ে শুক্রবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন দলটির সিনিয়র নেতারা।বৈঠক শেষে মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘আমাদের পরবর্তী কর্মসূচি ও করণীয় নিয়ে শনিবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে। এতে বক্তব্য রাখবেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’রাতের ওই বৈঠকে উপস্থিত ছিলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস, সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু ও রুহুল কবির রিজভী আহমেদ।এর আগে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু ও অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম সমাবেশের অনুমতিপত্র সংগ্রহ করতে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে যান। তারা সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে আসেন।

Advertisement