দেশজুড়ে

গোয়ালন্দে বিস্কুট বিক্রেতাকে গলা কেটে হত্যা, আটক ৩

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে বিস্কুট বিক্রেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Advertisement

রোববার (১২ ডিসেস্বর) দুপুর আড়াইটার দিকে সাত্তার মোল্লা গ্রামের পরিত্যক্ত একটি পুকুরের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন- সাত্তার মোল্লা গ্রামের সেকেন শেখের ছেলে সেলিম শেখ, মৃত রহিম খানের ছেলে আজিজুল খান ও আজিজুল খানের স্ত্রী মনোয়ারা বেগম।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা আলমাস দীর্ঘদিন ধরে বেকারির বিস্কুট-পাউরুটির বিক্রি করতেন। কিন্তু প্রায় এক বছর ধরে তিনি ব্যবসা বন্ধ রাখেন। সম্ভবত আলমাস মাদক ব্যবসায়ী চক্রের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। মাদক ব্যবসা নিয়ে দ্বন্দের জের ধরে রাতে তাকে খুন করা হতে পারে।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য চুন্নু মীর মালত জানান, দুপুরে সাত্তার মোল্লার পুকুর পাড়ে বস্তাবন্দি বড় একটা কিছু পড়ে থাকতে দেখে স্থানীয়রা এগিয়ে যান। কিন্তু বস্তাটি রক্তাক্ত দেখে ভয়ে আর কেউ বস্তার মুখ খোলেনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে থানায় নিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আলমাস খানকে গলা কেটে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে এর বিশেষ কোনো কারণ জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি।

রুবেলুর রহমান/এসজে/এমকেএইচ

Advertisement