বিনোদন

হুমায়ূন আহমেদের জন্মদিনে চাঁদনী পসর

বাংলা সাহিত্যের নন্দিত কথাশিল্পী, নাট্য ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ। জনপ্রিয় দুই চরিত্র হিমু ও মিসির আলীর এই স্রষ্টা বাংলাদেশের সাহিত্যে উন্মোচন করেছিলেন এক নতুন যুগের। সাহিত্য ছাড়াও তিনি নির্মাণ করেছেন চলচ্চিত্র, নাটক, গান। ১৩ নভেম্বর এই বরেণ্য কথাসাহিত্যিকের ৬৭তম জন্মদিন। এই বিশেষ দিনে হুমায়ূন আহমেদ স্মরণে এটিএন বাংলায় আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘চাঁদনী পসর’।জনপ্রিয় শিল্পী এস আই টুটুলের উপস্থাপনায় অনুষ্ঠানে থাকবে হমায়ূন আহমেদের চলচ্চিত্রের জনপ্রিয় কিছু গান। সাথে থাকবে হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্রের কিছু অংশ। অনুষ্ঠানে এ চলচ্চিত্র নিয়ে কথা বলবেন মোরশেদুল ইসলাম। থাকবে কণ্ঠশিল্পী সুবীর নন্দী, বারী সিদ্দিকী ও সেলিম চৌধুরীর কণ্ঠে হুমায়ূনের জনপ্রিয় কিছু গান। সেলিম দৌলা খানের পরিচালনায় চাঁদনী পসর অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে শুক্রবার, ১৩ নভেম্বর সকাল ১১টা ১০মিনিটে। এলএ/আরআইপি

Advertisement