তথ্যপ্রযুক্তি

গুগল ম্যাপস চলবে অফলাইনেও

এবার অফলাইনেও পাওয়া যাবে গুগলের জনপ্রিয় ম্যাপিং সেবা। আর তাই এখন ইন্টারনেট ছাড়াই যে কোনো জায়গায় যাওয়ার নির্দেশনা পাওয়া যাবে গুগল ম্যাপস থেকে। তবে এজন্য স্মার্টফোনে গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এছাড়া অ্যাপটি অফলাইনে থাকাকালেও প্রয়োজনীয় কোনো প্রতিষ্ঠানের ঠিকানা, ওই প্রতিষ্ঠানের কার্যক্রম চালুর সময় ও টেলিফোন নম্বর পাওয়া যাবে এতে। গুগল জানিয়েছে, সেলফোনে ইন্টারনেট প্যাকেজ শেষ হয়ে গেলে বা যেখানে ইন্টারনেট উচ্চ মূল্যের সেসব ক্ষেত্রে নতুন অফলাইন সেবাটি ব্যবহারকারীদের দারুণ সুযোগ দিতে পারবে। এসএইচএস/আরআইপি

Advertisement