গত ২৪ ঘণ্টায় সারাদেশের আট বিভাগে তিন হাজার ১৮৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হয়েছেন চার লাখ ১৭ হাজার ৫০৩ করোনা রোগী। এদিকে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জন। মোট আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৩৫ শতাংশ।
Advertisement
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৪০টি পরীক্ষাগারে ১২ হাজার ৬৫টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হন আরও এক হাজার ৩২৯ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৯ লাখ ৫৬ হাজার ৮৮২টি।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা তিন হাজার ১৮৫ জনের মধ্যে ঢাকায় ২ হাজার ৭৯৭, চট্টগ্রামে ২৭২, রংপুরে ২৬, খুলনায় ১৩, বরিশালে ২০, রাজশাহীতে ২৪, সিলেটে ২৯ এবং ময়মনসিংহে ৪ জন রয়েছেন।
Advertisement
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৩ ও নারী ১১ জন। ৩৪ জনের মধ্যে হাসপাতালে ৩২ ও বাড়িতে দুজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ২০ জন।
এমইউ/জেএইচ/এমকেএইচ