জাতীয়

সরকারি হোমিওপ্যাথিক হাসপাতালের আউটসোর্সিং খাতে বরাদ্দ ২৫ লাখ

সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অনুকূলে আউটসোর্সিং খাতে ২৫ লাখ ৫৪ হাজার ৪৪০ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব (বাজেট অধিশাখা) মো. শহীদুজ্জামন স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

Advertisement

এতে বলা হয়, ‘চলতি ২০২০-২১ অর্থবছরে বাজেটে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবালয় অংশে “সাধারণ থোক বরাদ্দ” খাতে বরাদ্দকৃত ৮৯ কোটি টাকার অব্যয়িত অর্থ হতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অনুকূলে আউটসোর্সিং খাতে ২৫ লাখ ৫৪ হাজার ৪৪০ টাকা পুন:উপযোজনে কিছু শর্তে নির্দেশক্রমে মঞ্জুরি জ্ঞাপন করছি।’

মঞ্জুরির শর্তে বলা হয়, অর্থ ব্যয়ের ক্ষেত্রে দ্য পাবলিক প্রোকিউরমেন্ট অ্যাক্ট-২০১৬ এবং দ্য পাবলিক প্রোকিউরমেন্ট অ্যাক্ট-২০১৮ অনুসরণসহ যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে পালন করতে হবে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো অনিয়ম উদঘাটিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে।

প্রস্তাবিত খাত ব্যতীত এ অর্থ অর্থ অন্য খাতে ব্যয় করা যাবে না। অব্যয়িত অর্থ (যদি থাকে) যথাসময়ে সমর্পণ করতে হবে। পুনঃউপযোজনকৃত অর্থ চলতি ২০২০-২১ অর্থবছরে সংশোধিত বাজেটে সংশ্লিষ্ট কোডে সমন্বয় করতে হবে। জারির অপেক্ষায় থাকা সরকারি আদেশে সমন্বয় কোড উল্লেখ করতে হবে এবং পুনঃউপযোজনকৃত অর্থ অব্যয়িত অর্থের মধ্যে সীমিত রয়েছে তা নিশ্চিত করে বিল পরিশোধে করতে হবে।’

Advertisement

আইএইচআর/এসএস/এমএস