দেশজুড়ে

কুষ্টিয়ায় ফের জাসদ-আ.লীগ সংঘর্ষ

কুষ্টিয়ার ভেড়ামারায় বাবলু নামে এক জাসদ কর্মী নিহতের জের ধরে আওয়ামী লীগ-জাসদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। বৃহস্পতিবার সকাল আটটায় ভেড়ামারার চাঁদগ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১২/১৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। জানা গেছে, এ এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই জাসদ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। গত শুক্রবার রাত ৯টার দিকে অতর্কিতভাবে উভয় দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে বাবলু নামে এক জাসদ কর্মী আহত হন।বুধবার রাত দুটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবলুর মৃত্যু হয়। এ খবর জাসদ নেতা-কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে তারা সংঘবদ্ধ হয়ে চাঁদপুর গ্রামের আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়ি ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেন। এসময় উভয় দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২/১৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন জাগো নিউজকে জানান, গ্রামের আধিপত্য নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব থাকতে পারে। এটা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব না। যারা এ ধরনের বক্তব্য ছড়িয়ে বেড়াচ্ছেন তারা ১৪ দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চান।  উপজেলা আওয়ামী লীগ নেতা বুলবুল কবির জাগো নিউজকে জানান, জাসদের সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগে নেতা-কর্মীদের উপর হামলা চালিয়েছেন। তারা যে বক্তব্য প্রদান করছেন তা মনগড়া। ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জাগো নিউজকে জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।আল-মামুন সাগর/এমজেড/আরআইপি

Advertisement