খেলাধুলা

মুশফিকদের লক্ষ্য হোয়াইটওয়াশ

জিম্বাবুয়েকে চট্টগ্রামের মাটিতে হারিয়ে হোয়াইটওয়াশ করাই একমাত্র লক্ষ বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। শুক্রবার ম্যাচ জয় শেষে প্রেস ব্রিফিং-এ তিনি এ কথা বলেন।তিনি বলেন, দলে পারফরমারের সংখ্যা অনেক হওয়ায় ইনিংসে দুই একজন ফ্লপ করলে দলের ওপর তেমন প্রভাব পড়ে না। আমাদের এখন লক্ষ্য জিম্বাবুয়েকে চট্টগ্রামে হারিয়ে হোয়াইটওয়াশ করা।ম্যাচ জয় শেষে প্রেস ব্রিফিং-এ বিভিন্ন প্রশ্নের উত্তরে মুশফিক বলেন, আমরা অনেক ক্যালকুলেশন করেছি যে ৩০০ রানের ওপর টার্গেট দিতে পারলে জয় পাওয়া সম্ভব হবে। শুক্রবার পঞ্চম দিনে মধ্যাহ্ন বিরতির আগে দু’টি উইকেট পাওয়ায় আমরা জয়ের ব্যাপারে আশাবাদী হই।তিনি বলেন, আমাদের কখনো মনে হয়নি ম্যাচ ড্র হতে পারে। তবে মাসাকাদজা ও চাকাবভা বেশ কিছু সময় উইকেটে টিকে থাকায় জয় বিলম্বিত হচ্ছিলো।র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৯ নম্বরে ওঠায় খুব খুশী ও সন্তোষ প্রকাশ করে মুশফিক বলেন, আমার দলে সাকিব আল হাসানের মতো আরও এক দুইজন খেলোয়াড় থাকলে যেকোনো দলের সাথে ভালো ফলাফল করা সম্ভব।প্রেসব্রিফিং-এ উপস্থিত ম্যাচ সেরা সাকিব আল হাসান বলেন, আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি দলের জন্য। আমি নিজের জন্য খেলি না। দল ও দেশের কথা মাথায় রেখে খেলি। খুলনার উইকেট প্রথমে একটু কঠিন মনে হলেও আল্লাহর রহমতে আমরা ভালোভাবে খেলেই জিততে পেরেছি।এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইমরান খান ও ইয়ান বোথাম অনেক বড় মাপের খেলোয়াড়। তাদের পাশে আমার নাম যুক্ত হওয়া সৌভাগ্যের ব্যাপার।অপরদিকে পরাজিত জিম্বাবুয়ে দলের অধিনায়ক ব্রেন্ডন টেইলর বলেন, বাংলাদেশ বোলিং ও ব্যাটিং অনেক ভালো করেছে। প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনাররা অনেক ভালো করেছে। বিশেষ করে সাকিবের প্রথম ইনিংসে ১৩৭ ও দুই ইনিংসে ১০ উইকেট ছিলো বাংলাদেশের জন্য সেরা।চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

Advertisement