জাতীয়

করোনামুক্ত হলেন শ্রম সচিব

করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম।

Advertisement

এর আগে গত ১৬ নভেম্বর তিনি করোনা পজিটিভ হয়েছিলেন। শারীরিক দুর্বলতা ছাড়া তার অন্য কোনো উপসর্গ ছিল না।

শুক্রবার (১১ ডিসেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রম সচিব বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন। তার করোনা পজিটিভকালীন যারা খোঁজ-খবর নিয়েছেন এবং দোয়া করেছেন, শ্রম সচিব তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Advertisement

আইএইচআর/এমআরআর/জেআইএম