চার ম্যাচ ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। বুধবার আবুধাবিতে টসে জিতে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড সবকটি উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান ৩৮ বল হাতে রেখে জয়ের লক্ষে পৌঁছে যায়।২১৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয়ের মুখে পড়েছিলে পাকিস্তান। তিন নম্বরে ব্যাট করতে নেমে চাপটা ভালো সামাল দেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের হয়ে নবম সেঞ্চুরির তুলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তার অপরাজিত ১০২ রানে ভর করে পাকিস্তানের জয় পেতে কোনো বেগ পেতে হয়নি। ১৩০ বলে ১০ চার ও এক ছক্কায় ম্যাচজয়ী ইনিংসটি সাজান হাফিজ। পঞ্চম উইকেটে জুটিতে হাফিজ ও বাবর করেন ১০২ রান। ৬২ রানে অপরাজিত থাকেন বাবর। এই দু্ই ব্যাটসম্যান ছাড়া শোয়েব মালিক তৃতীয় সর্বোচ্চ ২৬ রান করে সাজঘরে ফিরেন। এছাড়া আজহার আলী (৮), বিলাল আসিফ (২) ও ইউনুস খান (৯) রান করেন।ইংল্যান্ডের রিচ টপলি ২৬ রানে ৩ উইকেট নিয়েও দলের পরাজয় ঠেকাতে পারেননি তিনি। একটি উইকেট নেন মঈন আলী। এর আগে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২১৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন অধিনায়ক ইয়ান মরগান। ৬০ রান আসে টেইলরের ব্যাট থেকে। ৩৩ রান করেন ওয়াকস। এছাড়া আর কোনো ব্যাটসম্যান পাকিস্তানি বোলারদের তোপের মুখে দাঁড়াতে পারেনি।পাকিস্তানের বাহাতি পেসার মোহাম্মদ ইরফান ৩৫ রানে নেন তিন উইকেট।দুটি করে উইকেট নেন আনোয়ার আলী ও শোয়েব মালিক। একটি উইকেট নেন ইয়াসির শাহ। আগামী ১৩ নভেম্বর একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল ।জেডএইচ/এআরএস
Advertisement