১৯১৩ খ্রিস্টাব্দের এই দিনে রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত ঘোষিত হয়।১৯১৮ খ্রিস্টাব্দের এই দিনে অস্ট্রিয়াকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়।১৯৩০ খ্রিস্টাব্দের এই দিনে ভারতে ব্রিটিশবিরোধী আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপটে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক হয়।১৯৫৬ খ্রিস্টাব্দের এই দিনে ইসরাইলী সেনারা ফিলিস্তিনের গাজার রাফা শহরে ফিলিস্তিনী শরণার্থী শিবিরে গণহত্যা চালায়।১৯৫৬ খ্রিস্টাব্দের এই দিনে মরোক্কো, তিউনিসিয়া ও সুদান জাতিসংঘে যোগদান করে।১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রবল ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসে দশ লক্ষাধিক লোক প্রাণ হারান।১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে চীনের সঙ্গে রোয়ান্ডার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।১৯৯০ খ্রিস্টাব্দের এই দিনে পৃথিবীর প্রাচীনতম ও ২৬০০ বছরের ঐতিহ্যবাহী বংশপরম্পরাগত রাজতন্ত্রের সিংহাসনে জাপানের সম্রাট আকাহিতো অভিষিক্ত হন।১৯৯৬ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে মানবতাবিরোধী কালাকানুন ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয়।২০১১ খ্রিস্টাব্দের এই দিনে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকনি পদত্যাগ করেন।১৬৪৮ খ্রিস্টাব্দের এই দিনে মেক্সিকান কবি হুয়ানা ইনেস দে লা ক্রসের জন্ম।১৮৪০ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসি ভাস্কর্যশিল্পী ফ্রাসোয়া অগুস্ত রঁদ্যার জন্ম।১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে লেখক অজিতকুমার গুহের মৃত্যু।১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিনে বিশ্বনন্দিত কমিউনিস্ট নেত্রী, স্পেনের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও স্পেনের গৃহযুদ্ধের নায়িকা ডলোরেস ইরারুর বিরের মৃত্যু।এসইউ/এইচআর/এআরএস
Advertisement