দেশজুড়ে

গভীর রাতে কম্বল নিয়ে স্টেশনে হাজির এসপি

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান গভীর রাতে রেলওয়ে স্টেশনে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করেছেন।

Advertisement

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) পুলিশ নারী কল্যাণের (পুনাক) আয়োজনে রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম, রাস্তা ও লাইনের পাশে শীতবস্ত্রহীন থাকা অসহায়, হতদরিদ্র, পথ শিশু, প্রতিবন্ধী মানুষের মাঝে প্রায় তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়।

এছাড়াও রাতেই তিনি নগরীর বলাশপুর (মরাখলা) নামক একটি এতিমখানাতেও অর্ধশত এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে কম্বল বিতরণ করেন।

কম্বল ও মাস্ক বিতরণের সময় পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, তার স্ত্রী কানিজ আহমার, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, ফজলে রাব্বি, হাফিজুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, রেলওয়ে থানার ওসি মাজহারুল হকসহ পুলিশের অন্যান্য কর্তকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

কম্বল বিতরণ শেষে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশ অসহায়দের পাশে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।

মঞ্জুরুল ইসলাম/এফএ/এমএস