দেশজুড়ে

র‌্যাব সদস্যকে পিটিয়ে কারাগারে চেয়ারম্যানপুত্র

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এক সদস্যকে পেটানোর অভিযোগে করা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সির ছেলে আরিফুর রহমানসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

বাকি দুইজন হলেন, আশুগঞ্জ উপজেলার চর চারতলা ইউনিয়নের সবুর মুন্সির ছেলে আরিয়ান সারের চঞ্চল ও আড়াইসিধা ইউনিয়নের আফাজ উদ্দিনের ছেলে মো. সালাহ উদ্দিন মিলন।

মামলার সূত্রে জানা গেছে, বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্য ল্যান্স নায়েক মো. আব্দুর রউফসহ দুইজন সাদা পোশাকে আশুগঞ্জ বাজারের মুন্সি মার্কেটে যান। সেখানে এম এম টেলিকমের সামনে তাদের মোটরসাইকেল রাখেন। দোকান মালিক সালাহ উদ্দিন মিলন, আরিফুর রহমান, আরিয়ান সাবের চঞ্চলসহ কয়েকজন র‌্যারের ওই দুই সদস্যকে সেখান থেকে মোটরসাইকেল সরাতে বলেন। র‌্যারের সদস্য বলে পরিচয় দিলে রেগে তাদেরকে মারধর করেন।

Advertisement

পরে ঊর্ধ্বতনরা বিষয়টি জানার পর রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে। এরপর র‌্যাব সদস্য আব্দুর রউফ বাদি হয়ে তিনজনের নামে আশুগঞ্জ থানায় মামলা করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, র‌্যাব সদস্যের মামলায় ওই তিনজনকে আদালতে পাঠানোর পর বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজিজুল সঞ্চয়/এএইচ/জেআইএম

Advertisement