দেশজুড়ে

ভাঙনের মুখে সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

কংশ নদীর ভাঙন অব্যাহত থাকায় নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা-গাবরাগাতি ইউনিয়নের সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি হুমকির মুখে পড়েছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে যেকোনো সময় বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।এলাকাবাসী জানায়, সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশ দিয়ে খরশ্রোতা কংশ নদী বয়ে গেছে। অব্যাহত ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এ নদী দিয়ে প্রবাহিত হয়। পাহাড়ি ঢলের তোড়ে নদী ভাঙন দেখা দিয়েছে। বর্ষার পানি নেমে যাবার সময় নদী ভাঙন তীব্র আকার ধারণ করে।এলাকাবাসী নদী ভাঙন রোধে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কাছে বারবার জোর দাবি জানিয়ে আসছে। নদী ভাঙন অব্যাহত থাকায় সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের বিস্তীর্ণ অংশ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মারাত্মক হুমকির মুখে পড়েছে বিদ্যালয়ের একমাত্র ভবনটি এবং এর কাছেই অবস্থিত একটি মসজিদ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জাগো নিউজকে জানান, নদী ভাঙন অব্যাহত থাকায় প্রায় দুইশ জন শিক্ষার্থী নিয়ে সব সময় আমাদের আতঙ্কের মধ্যে পাঠদান কার্যক্রম চলাতে হচ্ছে। বিদ্যালয়টি রক্ষার জন্য নদীর পাড় ঘেষে দ্রুত গার্ডার ওয়াল নির্মাণ করা প্রয়োজন।এদিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তৈয়ব আলী জাগো নিউজকে জানান, নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন-নিবেদন করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পায়নি।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম রিয়াজ উদ্দিন জাগো নিউজকে বলেন, বিদ্যালয়ের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।কামাল হোসাইন/বিএ

Advertisement