দেশজুড়ে

ভোটেকেন্দ্রে অলস সময়

ভোটের মাঠে অলস সময় পার করছে কেন্দ্রে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। ভোটারদের উপস্থিতি কম থাকায় বসে থেকে গল্পে সময় পার করছেন তারা।

Advertisement

নওগাঁর রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শীত ও কুয়াশার কারণে ভোটার উপস্থিতি অনেকটাই কম।

কেন্দ্রের বুথে নৌকা প্রতীকের পোলিং এজেন্ট থাকলেও নেই ধানের শীষ ও মোটরসাইকেলের পোলিং এজেন্ট।

খট্টেশ্বর ইউনিয়নের দাউদপুর বেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সংখ্যা দুটি। ৬নং কেন্দ্রে নারী ভোটার সংখ্যা দুই হাজার ৭১৩। দুপুর ১টা পর্যন্ত (৪ ঘণ্টায়) ভোট পড়েছে ৬ দশমিক ৮ শতাংশ।

Advertisement

অপরদিকে ৭নং সেন্টারে পুরুষ ভোটার হাজার ৬২৫। দুপুর ১২টা (৩ ঘণ্টায়) পর্যন্ত ১০ দশমিক ৬ শতাংশ ভোট পড়েছে।

এছাড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, ত্রিমোহনী উচ্চ বিদ্যালয় ও পালসা কৃষ্ণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রগুলোতেও একই অবস্থা।

স্থানীয়রা জানান, শীতের কারণে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। পুরুষের উপস্থিতি কিছুটা থাকলেও নারীদের সংখ্যা একে বাড়েই কম। দুপুরের পর ভোটারদের উপস্থিতি বাড়তে পারে।

৭নং কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অমল কুমার রায় বলেন, কেন্দ্রে ছয়টি বুথে মোট পুরুষ ভোটার দুই হাজার ৬২৫। দুপুর ১২টা পর্যন্ত ১০ দশমিক ৬ শতাংশ ভোট পড়েছে। ভোট শুরুর আগে ধানের শীষ ও মোটরসাইকেলের পোলিং এজেন্ট চলে গেছেন।

Advertisement

৬নং কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, তার কেন্দ্রের মোট নারী ভোটার সংখ্যা দুই হাজার ৭১৩। ছয়টি বুথে ভোটগ্রহণ চলছে। দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৬ দশমিক ৮ শতাংশ। নৌকার প্রতীকের পোলিং এজেন্ট থাকলেও অন্য প্রতীকের কোনো পোলিং এজেন্ট নেই।

রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন- নৌকা প্রতীকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ধানের শীষ প্রতীকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন এবং মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন।

গত ২৭ জুলাই নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য হয়। ওই আসনে উপনির্বাচনে অংশ নিতে রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল পদত্যাগ করায় চেয়ারম্যানের পদটিও শূন্য হয়। ১৭ অক্টোবর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন আনোয়ার হোসেন হেলাল।

আব্বাস আলী/এসএমএম/জেআইএম