বিনোদন

দেশে ফিরেই ফ্যাশন উৎসবে সুজানা

একসময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুজানা জাফর শোবিজ ছেড়েছেন ঘোষণা দিয়ে। তিনি এখন পুরোদস্তুর ব্যবসায়ী। রাজধানী বনানীর ১১ নম্বর সড়কে রয়েছে তার ফ্যাশন হাউজ ‘সুজানাস ক্লোজেট’। দেশ-বিদেশ ঘুরে তিনি তার প্রতিষ্ঠানের জন্য পণ্য খুঁজে বেড়ান।

Advertisement

দীর্ঘদিন বিদেশে থেকে সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। দেশে ফিরেই চট্টগ্রামে শীতকালীন পোশাক উৎসবে যোগ দিচ্ছেন এ তারকা।

সুজানা জানিয়েছেন, চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’র (মেজবান হল) শুরু হয়েছে উৎসব। আজ বৃহস্পতিবার সকাল ১০ থেকে শুরু হয়েছে এটি। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। এখানে দেশের নামি দামি ফ্যাশন ডিজাইনাররা তাদের ডিজাইন করা পোশাক নিয়ে হাজির হবেন। অংশ নেবেন পোশাক ব্যবসায়ীরাও।

সুজানাও নিজের সব ফ্যাশন হাউজের পোশাকের ব্যতিক্রমধর্মী সংগ্রহ নিয়ে হাজির হবেন এই উৎসবে।

Advertisement

তিন দিনব্যাপী এ উৎসব প্রতিদিনি সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত উপভোগ করা যাবে।

উৎসবে প্রবেশাধিকার উন্মুক্ত। মহামারি করোনাভাইরাসের বিষয়টি বিবেচনায় রেখে উৎসবে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

এলএ/জেআইএম

Advertisement