দেশজুড়ে

সিলেটে দু`গ্রুপের সংঘর্ষে যুবলীগের অনুষ্ঠান পণ্ড, আহত ৫

সিলেট নগরের চাঁদনীঘাটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দু`জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে শতাধিক চেয়ার ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বুধবার রাত সাড়ে ৮টায় চাঁদনীঘাটে মহানগর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষকালে চাঁদনীঘাট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় পণ্ড হয়ে যায় সমাবেশ। আলোচনা সভায় যুবলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার হোসেন সামাদের অনুসারী ও জেলা প্রজন্ম লীগের সহ-সভাপতি খালেদ ওসমান অনুসারীদের মধ্য এ সংঘর্ষের ঘটনা ঘটে। কথাকাটাকাটির জের ধরে খালেদ ওসমান গ্রুপ হামলা চালালে সংঘর্ষ বেঁধে যায় বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন।সংঘর্ষে প্রজন্ম লীগ নেতা খালেদ ওসমান নিজেও আহত হয়েছেন। এছাড়া আহত হয়ে ওসমানী হসপাতালে ভর্তি করা হয়েছে খালেদ গ্রুপের সাইফুল ও লোকমানকে। শাহরিয়ার অনুসারীদের মধ্যে আহত হয়ে ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছেন আমিন ও জাওয়াদ ইবনে জাহিদ খান। আহতদের মধ্যে দু`জনের অবস্থা আশঙ্কাজনক।রাত সাড়ে ৯টার দিকে আহতদের দেখতে হাসপাতালে যান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহাম্মদ জাগো নিউজকে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি এখন শান্ত।ছামির মাহমুদ/বিএ

Advertisement