ক্যাম্পাস

রুয়েটে ভর্তি পরীক্ষা ১৪ নভেম্বর

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার রুয়েটের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের উপ-পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৪ নভেম্বর রুয়েটের বিভিন্ন ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা অর্থাৎ শুধুমাত্র আর্কিটেকচারে বিভাগে ভর্তিচ্ছুদের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে।বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে ও www.ruet.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা নেয়ার জন্য সকল প্রস্তুতি শেষ করেছে রুয়েট কর্তৃপক্ষ। এ বছর রুয়েটে ভর্তি পরীক্ষায় সর্বমোট ৬ হাজার ১৫০ জন ছাত্র-ছাত্রী অংশ নেবেন। এর মধ্যে ১২টি বিভাগে ৮১৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। রাশেদ রিন্টু/এমজেড/এমএস

Advertisement